"বিদ্রোহী কবির কথনে বিজ্ঞানের বসতি" শীর্ষক এক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়ে গেলো রাজধানীর গুলশান ১ এ
"বিদ্রোহী কবির কথনে বিজ্ঞানের বসতি" শীর্ষক এক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়ে গেলো গত ২৪ জানুয়ারি ২০২৩ সন্ধ্যায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের "বিদ্রোহী" কবিতার শতবর্ষ উদযাপন উপলক্ষ্যে ম্যাসলো বাংলাদেশের আয়োজনে তাদের গুলশানস্থ কার্যালয়ের নালন্দা কক্ষে। এই প্রথমবারের মতো নজরুলের সৃষ্টিতে বিজ্ঞান ও প্রকৃতির নানা উপাদানের উপস্থিতি ও নজরুলের বিজ্ঞানমনষ্কতার ধারাবাহিক উদ্ঘাটন করে সেমিনারে মূল বক্তব্য রাখেন প্রখ্যাত পরমাণু বিজ্ঞানী ও যশস্বী শিক্ষাবিদ ইমেরিটাস অধ্যাপক ড.এম শমশের আলীর। বিষয়ের ওপর সম্পূরক আলোচনা করেন বিদগ্ধ নজরুল গবেষক ও এসময়ে বাংলা ভাষার অন্যতম আলোচিত কবি আমিনুল ইসলাম। এ উপলক্ষ্যে আরও বক্তব্য রাখেন বিদগ্ধ নজরুল গবেষক ও বাংলাদেশের বরেন্য সংগীতগুরু সুজিত মোস্তফা যিনি অনুষ্ঠানে নজরুল সংগীত পরিবেশন করে উপস্থিত শ্রোতাদেরকে সুরসুধায় বিমোহিত করেন। আলোচনায় আমন্ত্রিত আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিজ্ঞানী ও সংগীতকার মোস্তফা আনোয়ার স্বপন। অনুষ্ঠানের শুরুতেই যশস্বী আবৃত্তি শিল্পী ও নজরুলন্তপ্রাণ টিটো মুন্সীর "বিদ্রোহী" কবিতার দুর্দান্ত পরিবেশনাটি ছিলো অভাবনীয় প্রাপ্তি ও বিপুল আনন্দদায়ক। প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক জনাব শাহীনের সুচারূ সঞ্চালনায় ম্যাসলো বাংলাদেশের এই বিশেষ আয়োজনে দর্শক শ্রোতাদের আসনে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিকেল মেজারমেন্টস বিআরআইসিএমের সম্মানিত প্রতিষ্ঠাতা মহাপরিচালক ও কেমিকেল মেট্রোলজির পথিকৃত বিজ্ঞানী ড.মালা খান, বাংলাদেশের অনন্য নজরুল চর্চা কেন্দ্র "বাঁশরী"র প্রতিষ্ঠাতা কর্ণধার ড.ইন্জি. খালিকুজ্জামান, নাট্যচক্রের গুণী নাট্যকার, নাট্যপরিচালক ও অভিনয়শিল্পী গোলাম সারোয়ার, ঢাকা বিশ্ববিদ্যালয় পদার্থ বিদ্যা বিভাগের সম্মানিত অধ্যাপক মিজানুর রহমানসহ অনেক বিজ্ঞানকর্মী ও পদার্থ বিজ্ঞানের অধ্যাপক, ছাত্র-ছাত্রী ও বিভিন্ন পেশার আমন্ত্রিত সুধীজন।