নতুন জামা হোক কিংবা সম্পর্ক, একসময় তা পুরনো হয়েই যায়। যত যা-ই করি না কেন একদম প্রথম একটা জামা পরার পর যেমন অনুভব হয়, দু চারবার তা গায়ে দেয়ার পর কেন যেন আর সেই অসম্ভব ভালো লাগার অনুভূতিটা কাজ করে না। সেই জামাটাই গায়ে পরে নিজেকে প্রথমবারের মতন আর তেমন সুন্দরও মনে হয় না। তখন কেন যেন জামার বিভিন্ন খুঁতগুলোই চোখে পড়তে থাকে। কিংবা হয়তোবা সেই জামার চেয়ে আরও অভিনব কোনো জামার ডিজাইন দেখে মন সেদিকেই চলে যেতে থাকে বারবার। ক'দিন আগেই হয়তো যে জামাটা ছিলো সবচেয়ে পছন্দের তা এক মুহূর্তেই হয়ে যায় ব্যাকডেটেড আর চলে যায় পুরনোর তালিকায়। ঠিক যেন কোনো সম্পর্কের মতোই! নতুন যে কোনো সম্পর্কে যেমন ঝাঁঝ থাকে, মোহ থাকে, ভালো লাগা থাকে, তেমন থাকে একসাথে জড়িয়ে থাকার তীব্র আকাঙ্ক্ষা। নতুন সম্পর্কে সব দোষ ত্রুটিগুলো থাকে ঘোরের আড়ালে।
যত সময় যায়, দিন দিন সেই সম্পর্ক পুরনো হতে থাকে আর সম্পর্কের উজ্জ্বল চাওয়া-পাওয়াগুলোও ফিকে হতে থাকে। বেরিয়ে আসতে থাকে ভুল ত্রুটি অথবা কখনো আমরা নিজেরাই প্রাধান্য দিতে থাকি ভালোর চেয়ে মন্দ দিক গুলোকে বেশি বেশি। এভাবেই একটা সম্পর্ক নতুন থেকে পুরনো হয়ে যায়। তবে হ্যাঁ, কিছু কিছু জামা থাকে যেগুলো পুরনো হয়ে গেলেও খুব প্রিয় থেকে যায় আজীবন। যেমন প্রিয় কোনো মানুষের দেয়া জামা, প্রিয় কোনো মুহূর্তে পরা জামা কিংবা প্রিয় কোনো রঙের জামা যা পরলে নিজেকে খুব সুন্দর লাগতো কোনো এক সময়। এইজন্যই হয়তো আমরা আমাদের বিয়ের শাড়ি কাপড়গুলো আগলে রাখি আজীবন। যত দিন যায় সেই কাপড়গুলো হয়ে ওঠতে থাকে নতুনের চাইতেও আরও বেশি মূল্যবান। স্পেশাল বলে কথা! ঠিক তেমনিভাবে কোনো কোনো সম্পর্কও থাকে রঙিন আর হৃদয়ের খুব কাছের, আজীবন ধরেই। শত শত দিন একসাথে কাটিয়েও পুরনো কিংবা মলিন হয়ে যায় না সেই সম্পর্কের অনুভূতিগুলো। বরং যত দিন যায়, সেই সম্পর্কগুলো হতে থাকে গভীর থেকে আরও গভীর। একটা পুরনো বটগাছের মতো সেই সম্পর্ক গুলো, ভেতরে ভেতরে শেকড় ছড়াতে থাকে চারপাশ জুড়ে। আর দিন দিন আরও শক্ত হতে থাকে সেই সম্পর্কের বন্ধন।
সেই সম্পর্কগুলোকে কেউ চাইলেই হ্যাঁচকা টানে উপড়ে ফেলতে পারে না। কেউ চাইলেই, কান মন্ত্র দিয়ে সেই সম্পর্কের বাঁধন হালকা করতে পারে না। কিংবা অন্য কেউ এসে সেই সম্পর্কের জায়গা দখল করতে পারে না। বরং সেই সম্পর্কগুলোর মর্যাদা টিকিয়ে রাখার জন্য আমরা অন্য হাজারো সম্পর্ক ছিন্ন করতে তৈরি থাকি যেকোনো সময়। পুরনো সেই প্রিয় জামাটার মতো এই পুরনো কিন্তু গভীর সম্পর্কগুলোকেও চিনে রাখতে হয় সবসময়। হুট করে উড়ে এসে জুড়ে বসা কোনো এক জনের জন্য সেই সম্পর্কগুলোকেও ছিন্ন করতে হয় না কোন সময়। বরং সেই একজনকে বুঝিয়ে দিতে হয়, সত্যিকারের সম্পর্কের গভীরতা কেমন হয়। চাইলেই দু চারটা মিষ্টি কথায় ভুলিয়ে পুরনো সব সম্পর্কগুলোকে তুচ্ছতাচ্ছিল্যের পর্যায়ে নিয়ে যাওয়ার অধিকার তার নেই।
যে মানুষটা নিজের জন্য একজন মানুষকে দশটা প্রিয় আর আপন সম্পর্ক থেকে ছিন্ন করতে পারে, সেই মানুষটা আর যা-ই হোক... অন্তত সম্পর্কের মানে বা গভীরতা বোঝার ক্ষমতা রাখে না তা বলা যায়। অনেক টাকা দিয়ে অনেক দামি একটা জামা কিনে আনা যায় ঠিকই, কিন্তু সেই জামাটা প্রিয় হবে কি-না তা কিন্তু নিশ্চিত করে বলা খুব কঠিন। তেমনি অনেক টাকা খরচ করে একটা সম্পর্ক গড়ে তোলা যায় ঠিকই, তবে সেই সম্পর্ক গভীর কতটুকু হবে তা-ও বলা খুব কঠিন। তাই পুরনো আর প্রিয় জামা হোক কিংবা সম্পর্ক, তাকে যত্ন করে আগলে রাখার দায়িত্ব বা ইচ্ছেটা থাকতে হয় কেবল নিজেরই। #মেহেরুননাহারমেঘলা #মেঘভাবনা #আমার_অনুভূতি